চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০
চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে আহতদের অবস্থা শংকামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
দগ্ধদের ৯ জনই শ্রমিক বলে জানা গেছে। এরা হলেন দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭, মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
আহত শ্রমিকদের দেওয়া তথ্যমতে, চন্দনাইশ থানাধীন বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের গ্যাসের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘চন্দনাইশে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছেন।’