যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু /

জিম্মিদের বিষয়ে হামাসকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪
শেয়ার :
জিম্মিদের বিষয়ে হামাসকে হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ মাসের শেষে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে তার চতুর্থ বৈঠক।

টাইমস অব ইসরায়েল সূত্রে খবর, মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ তথ্য জানান। এ সময় তিনি গাজা সিটিতে চলমান সামরিক অভিযানের মধ্যে হামাসকে জিম্মিদের ক্ষতি না করার কঠোর সতর্কবার্তাও দেন।

নেতানিয়াহু জানান, আগামী ২৯ সেপ্টেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। 

তিনি জানান, সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এ আমন্ত্রণ পান। এর আগে কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের ৯ সেপ্টেম্বরের হামলার পর থেকে তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছে। সবগুলো ইতিবাচক ছিল বলেও জানান তিনি।

এদিকে, গাজা সিটিতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান শুরুর দিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল থেকে কাতারের উদ্দেশে রওনা দেন। সফরে তিনি ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। রুবিও বলেন, ‘সবচেয়ে ভালো সমাধান হবে হামাসের আত্মসমর্পণ। নাহলে তাদের নির্মূল করতে সুনির্দিষ্ট সামরিক অভিযান প্রয়োজন হতে পারে।’

তিনি কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলা নিয়ে আন্তর্জাতিক সমালোচনায় যোগ দেননি। বরং তিনি বলেন, ‘এখন কী হবে আমরা সেটির ওপরেই নজর দিচ্ছি।’