গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ /

জাতিসংঘ মহাসচিবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭
শেয়ার :
জাতিসংঘ মহাসচিবের নিন্দা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা সিটিতে চলমান ধ্বংসযজ্ঞের নিন্দা করেছেন। তবে তিনি বলেছেন, ‘ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিনা- সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের।’

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, ‘গণহত্যা হচ্ছে কিনা তা নির্ধারণ করা আমার কাজ নয়। এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক আদালত অব জাস্টিসের।’

এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।

এর ফলে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্ব সরকারগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে।

গুতেরেস বলেন, ‘গাজায় যা ঘটছে তা ভয়াবহ। আমরা দেখছি পাড়া-মহল্লার ব্যাপক ধ্বংস, যা পরিকল্পিত ধ্বংস। অসংখ্য বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে- আমি মহাসচিব হওয়ার পর এ ধরনের কোনো সংঘাতে এত হত্যাযজ্ঞ দেখিনি।’

তিনি আরও যোগ করেন, ‘ফিলিস্তিনি জনগণ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছে। দুর্ভিক্ষ, মানবিক সহায়তার অভাব, অব্যাহত বাস্তুচ্যুতি এবং যেকোনো মুহূর্তে প্রাণ হারানোর আশঙ্কা- সব মিলিয়ে এ পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য।’