হঠাৎ অসুস্থতায় হাসপাতালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্রাসিলিয়ার নিজ বাড়িতে গৃহবন্দি অবস্থায় থাকা বলসোনারোকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে ফ্লাভিও বলসোনারো।
৭০ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা বলসোনারোর এটি এক সপ্তাহে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া। এর আগে রোববার তিনি একই হাসপাতালে গিয়ে ত্বকের আটটি ক্ষত কেটে ফেলে বায়োপসির জন্য পাঠান।
ফ্লাভিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে বাবার শরীর খারাপ হয়। তিনি তীব্র হেঁচকি, বমি এবং নিম্ন রক্তচাপে ভুগছিলেন। জরুরি পরিস্থিতিতে কারাগার পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে তাকে ডিএফ স্টার হাসপাতালে নেওয়া হয়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর থেকেই বলসোনারো অন্ত্রের সমস্যায় ভুগছেন। এরপর থেকে তিনি অন্তত ছয়বার অস্ত্রোপচার করিয়েছেন। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে তার ১২ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার হয়।
গত বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্যানেল ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে বলসোনারোকে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে ২৭ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে এই রায়ের ফলে তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানো হয়নি। আদালতকে রায় প্রকাশ করতে সর্বোচ্চ ৬০ দিন সময় দেওয়া হয়েছে। এরপর বলসোনারোর আইনজীবীরা পাঁচ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।