পদ্মার গর্ভে বিলীন বিদ্যালয় ভবন

শরীয়তপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
পদ্মার গর্ভে বিলীন বিদ্যালয় ভবন


পদ্মার করালগ্রাসে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। সেই সঙ্গে বিলীন হয়েছে বিদ্যালয়ের ৩০ শতাংশ জমিও। মাত্র আট বছর আগে নির্মিত স্কুলভবনটি সোমবার বিকালে নদীতে ভেঙে পড়ে। বিদ্যালয়ের একমাত্র ভবন বিলীন হওয়ায় বন্ধ হয়ে গেছে পাঠদান কার্যক্রম।

উপজেলা প্রাথামিক শিক্ষা অফিস, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার দুর্গম কাচিকাটা ইউনিয়ন পদ্মা নদীর চরে অবস্থিত। এ ইউনিয়নের একদিকে মুন্সীগঞ্জ, আরেক দিকে চাঁদপুর জেলা। আর এ ইউনিয়নের চারদিকেই পদ্মা নদী প্রবাহিত হয়েছে। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাথাভাঙা চরবানিয়াল গ্রামে ৪০০ পরিবারের বসবাস। ২০১৬ সালে দেশের বিদ্যালয়বিহীন গ্রাম পিইডিপি-এ আওতায় দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। তার একটি এ বিদ্যালয়টি। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু করা হয়। একতলা একটি পাকা ভবনের চারটি কক্ষে পাঠদান কার্যক্রম চলছিল। বিদ্যালয় ভবনটি ভাঙনের মুখে পড়লে গত ৪ সেপ্টেম্বর থেকে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলেন, আর দুই মাস পরেই আমাদের বার্ষিক পরীক্ষা। স্কুল নদীতে নিয়ে যাওয়ায় আমাদের পরীক্ষা দেওয়া এখন অনিশ্চিত। তা ছাড়া আমাদের এলাকার অনেকের বাড়িঘরও নদীতে নিয়ে গেছে। আমরা বাঁধ চাই। আমরা বাঁচতে চাই।

প্রধান শিক্ষক আল মামুন বলেন, আমরা বিদ্যালয়টি আবার কোথায় স্থাপন করব তা বলতে পারছি না। আমাদের সমস্যার কথা আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে জানিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছোবাহান মুন্সী বলেন, আমরা বিদ্যালয় ভবনটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তারা কোনো পদক্ষেপ নেয়নি।

পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, কাঁচিকাটা এলাকায় সাড়ে তিন কিলোমিটার নদীর তীর রক্ষাবাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায় আছে।