বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৮
শেয়ার :
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত আরা মৌ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নামা শাহেদল গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসরাত আরা মৌ একই এলাকার মো. মমিন মিয়ার কন্যা।

জানা গেছে, আজ সকালে বৃষ্টিভেজা অবস্থায় তার বাবা একটি ইজিবাইক (মিশুক) চার্জে লাগানো ছিল। এ সময় শিশু ইসরাত আরা অসাবধানতাবশত গাড়িতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসক আল নুর আকাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।