‘নৈতিকতা রক্ষায়’ আফগানিস্তানের প্রদেশে ওয়াইফাই বন্ধ
আফগানিস্তানের বাল্ক প্রদেশে ওয়াইফাই ও অপটিক ফাইবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার প্রশাসনের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, নৈতিকতা রক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছেন।
২০২১ সালের আগস্টে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিল তালেবান। এই পদক্ষেপে থমকে গেছে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম। তবে মোবাইল ইন্টারনেট এখনও চালু রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি আতাউল্লাহ জায়েদ বলেন, আমির হাইবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে বালখে ক্যাবল ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নৈতিকতা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে দেশের ভেতরই বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে কেন বালখ প্রদেশকে বেছে নেওয়া হয়েছে বা এই নিষেধাজ্ঞা অন্য প্রদেশেও ছড়িয়ে দেওয়া হবে কি না—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস