কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এ দেশের জনগণ নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটারেরা অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। দেশের জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শেষবিচারে এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে। দেশের সব স্তরের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, অন্যায়-অত্যাচারের বিচার চায়, লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘বিগত সময়ে পাখির মতো গুলি করে হত্যার বিচার, ফ্যাসিবাদের বিচার দেখতে চায় দেশের জনগণ। জনগণ কোনো অবস্থাতেই নির্বাচন প্রলম্বিত করে, বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে, স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এখন যারা হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করছেন। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই দেশের জনগণ সফল হতে দেবে না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে, তার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।