আদালতের রায়ে ট্রাম্পের হার, সরাতে পারছেন না গভর্নরকে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮
শেয়ার :
আদালতের রায়ে ট্রাম্পের হার, সরাতে পারছেন না গভর্নরকে

ফেডারেল রিজার্ভের গভর্নর পদে থাকবেন লিসা কুক। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এই রায় দিয়েছে। সুদের হার সংক্রান্ত ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রায়ের কারণে আর তাকে সরাতে পারছেন না ট্রাম্প। 

সোমবারের এই নির্দেশের পর কুককে সরাতে সুপ্রিম কোর্টে যেতে পারে ট্রাম্প প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকেই দুই দিনের জন্য সুদের হার নিয়ে বৈঠক শুরু হবে। কুকের অপসারণ স্থায়ীভাবে আটকাতে আদালতে সেই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। 

দৈনন্দিন রাজনীতি থেকে দূরে থাকা ফেডারেল রিসার্ভে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ অভূতপূর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাত-সদস্যের এই সংস্থার ১১২ বছরের ইতিহাসে কখনোই কোনো প্রেসিডেন্ট কোনো গভর্নরকে অপসারণের চেষ্টা করেননি।  

অন্যদিকে, সোমবার সিনেটের রিপাবলিকানরা স্টিফেন মিরানকে ট্রাম্পের মনোনীত সংস্থার প্রার্থী হিসেবে চিহ্নিত করেছেন। সুপ্রিম কোর্টের নতুন কোনো নির্দেশ না এলে, ফেডেরাল রিজার্ভের সাত সদস্য এবং ১২টি ব্যাঙ্কের প্রেসিডেন্টরা মঙ্গলবার এবং বুধবার সুদ নির্ধারণের বৈঠকে বসবেন।