ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭
শেয়ার :
ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল

ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হুতিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদাইদাতে ব্যাপক হামলা চালায় তারা। । বন্দরটি লক্ষ্য করে অন্তত ১২ বার বিমান হামলা চালানো হয়। 

হামলার কয়েক ঘণ্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়ে তারা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে। এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়।’

তবে হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো। ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। দেশটির হুতি গোষ্ঠী জানিয়েছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই বন্দরে হামলা চালিয়েছে।

২০২৩ সালে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল ছুড়েছে হুতিরা এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। জবাবে ইসরায়েলও হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।