হলিউড তারকা রবার্ট রেডফর্ড মারা গেছেন
হলিউড অভিনেতা রবার্ট রেডফর্ড মারা গেছেন। আজ মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা আজ নিজ বাড়তে মৃত্যুবরণ করেছেন। তার ম্যানেজার সিনডি বার্জার বলেন, ‘তিনি প্রয়াত হয়েছেন উটাহর সানডান্সের পার্বত্য এলাকায় নিজের প্রিয় বাড়িতে — প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে।’ তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।’
১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন রেডফোর্ড। ১৯৭০-এর দশকে দ্য ক্যান্ডিডেট, দ্যা ওয়ে উই ওয়্যার, অল দ্যা প্রেসিডেন্টস ম্যান–এর মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন সময়ের সেরা অভিনেতাদের একজন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পরিচালক হিসেবেও তার সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে অস্কারে সেরা পরিচালক পুরস্কার জেতেন। একই বছর ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কারও পায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস