নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে

অনলাইন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২
শেয়ার :
নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ঝুঁকি থেকে যাবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ একাধিক দাবি নিয়ে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন রেজাউল করিম।

পিলখানা হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরের ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।  

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনী সংস্কারের ব্যাপারে সরকার গড়িমসি করছে। তবে ডাকসু-জাকসুর নির্বাচনের দিকে তাকালেই বোঝা যায় জুলাই চেতনার প্রয়োগ সম্ভব হয়েছে।