ঢাকায় আসছে জাপানের ‘ডেমন স্লেয়ার’

বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
শেয়ার :
ঢাকায় আসছে জাপানের ‘ডেমন স্লেয়ার’

জাপানি অ্যানিমে সিরিজের কদর রয়েছে বিশ্বজুড়ে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির একটি হলো ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মুগেন ট্রেইন’ জাপানের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল। এরপর মুক্তি পাওয়া আরও দুটি সিনেমাও সফল হয়।

এবার আসছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। এটি একটি সিনেমা ট্রিলজির প্রথম কিস্তি, যা মাঙ্গার ইনফিনিটি ক্যাসেল আর্ক থেকে নির্মিত।

গত ১৮ জুলাই জাপানে মুক্তির প্রথম চার দিনেই সিনেমাটি ৭.৩১ বিলিয়ন আয় করে রেকর্ড গড়ে। মাত্র আট দিনে আয় ছুঁয়েছে ১০ বিলিয়ন, যা দেশটির সিনেমা ইতিহাসে দ্রুততম মাইলফলক।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে ১২ সেপ্টেম্বর মুক্তির পর এবার ১৬ সেপ্টেম্বর এটি আসছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার সিনোমাসসহ অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি পরিচালনা করেছেন হারুও সোতোজাকি। কণ্ঠ দিয়েছেন জাপানের জনপ্রিয় ভয়েস আর্টিস্ট নাতসুকি হানায়ে ও ইয়োশিৎসুগু মাতসুওকা। অভিনব ভিজ্যুয়াল, আবেগঘন কাহিনি আর দারুণ অ্যাকশন দৃশ্যের জন্য দর্শকদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই ব্যাপক ইতিবাচক।

তানজিরো-নেজুকোর ভাইবোন সম্পর্ক ও প্রতিটি ডেমন চরিত্রের ট্র্যাজিক পটভূমি গল্পটিকে দিয়েছে আলাদা মানবিকতা। সব মিলিয়ে, ডেমন স্লেয়ার শুধু একটি অ্যানিমে নয়, বরং আধুনিক সাংস্কৃতিক ঘটনার প্রতীক হয়ে উঠেছে।