৮০ লাখ টাকার মূর্তিসহ গ্রেপ্তার দুই
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব ও সিপিসি সদস্যরা। একই সঙ্গে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
আজ মঙ্গলবার দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই প্রেক্ষিতে গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায়। অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।
পরবর্তীতে উক্ত মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।