বাঙ্গরায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মিনহাজ মিয়া পীর কাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছেলে। পরিবারের সদস্যরা বলেন, ‘সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন মিনহাজ। এরপর রাতে এশার নামাজের পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টায় বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজ মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিক বাঙ্গরা বাজার থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত মিনহাজ মিয়ার ভাই মঈদ আহমেদ জানান, মিনহাজের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।
তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘যেভাবে তাকে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।’
তিনি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মরদেহের কপালে দুটি ছোট ক্ষতের চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোনো আঘাতের চিহ্ন বলে মনে হয়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।’
এদিকে স্থানীয়রা বলছেন, ‘এমন একটি ঘটনা তাদের শান্ত এলাকায় এর আগে কখনো ঘটেনি, যা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।