কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১
শেয়ার :
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমকে গতকাল সোমবার) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

হাজী ইব্রাহিম নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর (বর্তমানে জেলে)বড়ো ভাই। তার নামে কবির হাট থানায় মামলা রয়েছে।

কবিরহাট থানার তদন্ত ওসি মনজুর আলম বলেন, ‘গত ১৫ আগষ্ট চাপরাশিরহাট ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ মিলে একটি বাড়িতে মিলাদ মাহফিল ও গোপন বৈঠক করে। গোপন বৈঠক থেকে আমরা ৪ জনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলার আসামি হাজী ইব্রাহিম।’