বুবলী-বীরের খুনসুটি, ভিডিও করলেন শাকিব
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সাবেক এই তারকা দম্পতি।
আজ মঙ্গলবার শবনম বুবলী তার ফেসবুকে মা-ছেলের (শেহজাদ খান বীর) খুনসুটি একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়- মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন, আর ভিডিওটি করেছেন শাকিব খান নিজেই।
ভিডিওতে ছেলে ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও, বাবা শাকিব তা ভিডিও হিসেবে ধারণ করেন। যা ছেলে বুঝতে পারেনি। ভিডিওতে শাকিব খানকে দেখা না গেলেও তার কথা শোনা যায়। ছেলেকে সুপারস্টার বলে ডাক দেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডুটা বোঝে নাই।’ তাদের এই খুনসুটির ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বলা দরকার, ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলী। এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ খান বীর। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট