৩১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৩

সাভার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯
শেয়ার :
৩১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৩

ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ধামরাই থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

এছাড়া ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক এক অভিযানে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আরো ১ শত ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

পরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।