তুহিনকে আহ্বায়ক করে এইবি’র ৫১ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১
শেয়ার :
তুহিনকে আহ্বায়ক করে এইবি’র ৫১ সদস্যের কমিটি ঘোষণা

নীলফামারী-১ আসনের দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে বিএনপি সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এইবি এর ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩৫ সদস্যের উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। সদস্য হিসেবে রয়েছেন- শোয়েব বাশরী হাবলু, খান মনজুর মোর্শেদ, মিয়া মোহাম্মদ কাইউম, আবুল কাশেম মিয়া, নুরুল হক নূরু, সফিকুল ইসলাম খান, আলমগীর হাসিন আহমেদ, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আশরাফ উদ্দিন বকুল, হেলাল উদ্দিন তালুকদার, এ কে এম আজাদুর রহমান, রাকিবুল ইসলাম রোকন, শামিম রাব্বী সঞ্চয়, মো. মনজুর আলী, মো. আবুল হাশেম,কামরুল হাসান উজ্জল, আফজাল হোসেন সবুজ, রুহুল আমিন,আব্দুস সালাম খান, মাহবুব আলম, চৌধুরী মনিবুর রহমান সবুজ. মাহমুদুর রহমান মান্না, এ টি এম তানবির-উল-হাসান তমাল, কে এম আসাদুজ্জামান চুন্নু, কে এম জহিরুল ইসলাম জহির, শাহাদাত আহমেদ মাসুম, সাব্বির আহমেদ ওসমানী, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল আহাদ চৌধুরী, কামরুল হাসান খান সাইফুল, ইলিয়াস হোসেন, মো. কামরুজ্জামান, আল মামুন গাজী, আলীমুল বাহার রিপন জাকির হোসেন, ফিরোজ আহমেদ, মো. এহসানুজ্জামান দুলাল, তারিকুজ্জামান শাহীন, শাফিউল আজম ফাহিম, আহসানুল রাসেল, আবু হোসেন (হিটলু), সেজান আহমেদ, মো. আরিফুল হক, মো. তোফাজ্জল হোসেন (সুজন), সৈয়দ মির্জা গালিব, বিজু বড়ুয়া, নাজমুল হুদা খন্দকার, হাফিজুর রহমান, বি এম ইমরান ও সানাউল করিম।

এ ছাড়া ৩৫ সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান হয়েছেন প্রকৌশলী এএনএইচ আক্তার হোসেন। সদস্যরা হলেন, মোহাম্মদ মহসিন আলী, রিয়াজুল ইসলাম রিজু, মোয়েদ রুমি, আব্দুর রউফ, রিয়াজ হাসান খন্দকার, খালিদ হাসান চৌধুরী পাহিন, আতিকুর রহমান, মোফাজ্জল হক শরীফ, হারুন অর রশিদ হারুন, ইকবাল করিম, মনজুরুল এহসান , আব্দুস সোবহান, রেজাউল ইসলাম স্বপন, রাফেল কবির, গোলাম মোস্তফা,শহিদুজ্জামান, ফজলুল আজিম, কে এইচ মাহবুব শ্যামল, সৈয়দ মাহফুজ আহমেদ, খন্দকার জুলফিকার হায়দার মুরাদ, ইশরাক হোসেন, আব্দুল মতিন খান, তারিক বিন আজিজ, মহিউদ্দিন আহমেদ সেলিম, সেলিম ভূঁইয়া, শফিউল আলম তালুকদার সবুজ, এনামুল হক, ইকবাল কবির সাগর, জামাল উদ্দীন তালুকদার, শাহজাহান আলী, এস এম জাহানগির আলম, আব্দুর রব, জাকির হোসেন সরকার ও জাফর সাদেক।

এর আগে গত ২৫ মার্চ এইবি’র কমিটি বিলুপ্ত করে বিএনপি। ওই কমিটির সভাপতি ছিলেন- রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব আলমগীর হাছিন আহমেদ।