ভাঙ্গায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘যে নির্দেশ’ দিলেন ডিআইজি

ফরিদপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
শেয়ার :
ভাঙ্গায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘যে নির্দেশ’ দিলেন ডিআইজি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব কিছুর বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। একই সঙ্গে ফ্যাসিস্টদের আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। 

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।  

ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে অবগত করেছেন। আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার।’

তিনি বলেন, হামলার ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যাসিস্টদের বিষয়ে ডিআইজি বলেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতোমধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।’

এ সময় ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে বলেও জানান রেজাউল করিম মল্লিক। 

এর আগে উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ঢাকা রেঞ্জের ডিআইজি। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।