ছেলে হত্যার প্রধান আসামি বাবা সিলেট থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে পলাতক নুরুজ্জামানকে ধরতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। র্যাব-৭ ও পুলিশ যৌথভাবে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রীসহ নুরুজ্জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার সকাল ১১টায় র্যাব-৭, মিডিয়া সেন্টার, সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট), চট্টগ্রামে এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয় । এ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে বাবার হাতে খুন হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা নুরুজ্জামান দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসার খবরে শাহেদ তার মা কামরুজ্জাহান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বাড়িতে যান। এ সময় নুরুজ্জামান হঠাৎ তার স্ত্রী কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে টানেন। তখন শাহেদ মাকে রক্ষা করতে এগিয়ে গেলে নুরুজ্জামান ছুরি দিয়ে ছেলের বুকে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহেদের।
ঘটনার পর নিহতের মা কামরুজ্জাহান প্রধান আসামি করে স্বামী নুরুজ্জামানকে অভিযুক্ত করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।