ছাত্রীরাই ইভটিজিং বিরোধী ব্যানার ছিঁড়ে নিয়ে গেলেন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
শেয়ার :
ছাত্রীরাই ইভটিজিং বিরোধী ব্যানার ছিঁড়ে নিয়ে গেলেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে লাগানো ইভটিজিং, মাদক বিরোধী ব্যানার ছিঁড়ে নিয়ে গেলেন ছাত্রীরা।

গতকাল সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, গত দুই সপ্তাহ আগে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ স্থানে টিম হাসিমুখ চিরসুখ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানার লাগায়। তাতে লেখা ছিলো, ‘আমরা টিম হাসিমুখ চিরসুখ উদ্যোগ নিয়েছি স্কুল চলাকালীন বহিরাগত কিশোরদের স্কুলের আশেপাশে বা বাজারে আড্ডা দিতে দেখলে ধরে জবাবদিহিতা করার। যদি সঠিক তথ্য না দিতে পারে প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করব। আর স্কুল, মাদ্রাসা, কলেজের যে সকল ছাত্র-ছাত্রীরা বাহিরে ও দোকানে বসে আড্ডা ও ধুমপান করবেন, আমরা ধরতে পারলে সরাসরি পুলিশে দেব। তাই সবাই সতর্ক হোন ,পড়ালেখায় মনোযোগী হোন, আপনারাই আগামীর বাংলাদেশ।’

সংগঠনটির পরিচালক আজাদ খান বলেন, ‘এলাকায় স্কুলের সামনে বখাটেদের আনাগোনা, মাদকসেবীদের দেখা যায়। তাই সতর্কতার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। কিন্তু দুইজন ছাত্রী এটি ছিঁড়ে নিয়ে যান। এর সিসিটিভি ফুটেজ আমরা বিদ্যালয়টির প্রধান শিক্ষককে দিয়েছি। কিন্তু প্রতিকার পাইনি।’

এ বিষয়ে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাক বলেন , ‘আমরা ওই শিক্ষার্থীদের চিহ্নিত করার চেষ্টা করছি। চিহ্নিত হওয়ার পর ব্যবস্থা নেব।’