বগুড়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০
শেয়ার :
বগুড়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানাধীন নামাজগড় এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আবু দারদা ওরফে সজিব (৩১), মোছা. আর্জিনা বেগম (৩৫) ও মোছা. রিমা খাতুন (২৮)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এদের মধ্যে আবু দারদার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।