মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
আজ সোমবার তথ্য-প্রযুক্তির সহায়তায় পলাতক আসামি আব্দুল আজিজকে (২৫) গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী (২২) ইকোনমিক জোন সংলগ্ন ভাবীর হোটেল মোড় থেকে সিম বিক্রি শেষে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে গনধর্ষনের শিকার হন। অভিযুক্ত সিএনজি চালক আব্দুল্লাহ (২৪) ও আরেক চালক আব্দুল আজিজ (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে মীরসরাই ইকোনমিক জোনের নতুন বেপজা ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। তবে অন্য আসামি আব্দুল আজিজ পলাতক ছিলেন।
অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইছাখালী এলাকা থেকে পলাতক আসামি আব্দুল আজিজকে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।