নতুন রেকর্ড গড়ে আবার বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪
শেয়ার :
নতুন রেকর্ড গড়ে আবার বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড করেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।  

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে, যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৯ ডলারে। 

এছাড়া স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৬২ ডলারে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বিনিয়োগকারীরা বাজারে নিজেদের অবস্থান নির্ধারণ করছেন।

ডলার সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে, যা অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।