ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

নিজস্ব প্রতেবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪
শেয়ার :
ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন কৌশল চূড়ান্ত না হওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের আরো এক মাস বাড়ানো হয়েছে। 

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম শুরু করে। সে সময় কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা গত ১৫ আগস্ট শেষ হয়। ওই সময়ের মধ্যে সনদ প্রণয়ন কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। সে অনুয়ায়ী আজকে ছিল কমিশনের শেষ দিন।

মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস.আর.ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনে অধ্যাপক আলী রীয়াজ সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

জাতীয় ঐকমত্য কমিশনকে সব ধরনের সাচিবিক সহায়তা দিচ্ছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।