যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা, পিটিয়ে ছত্রভঙ্গ করল পুলিশ

অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪০
শেয়ার :
যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা, পিটিয়ে ছত্রভঙ্গ করল পুলিশ

জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের পিটিয়ে এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন তারা।

আন্দোলনরতরা প্রেসক্লাব এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে তারা বিক্ষোভ শুরু করলে লাঠিপেটা শুরু করে পুলিশ। সেই সঙ্গে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে শিক্ষকদের ছাত্রভঙ্গ করে দেয়।

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের নেতা আব্দুর রহিম বলেন, ‘আমরা যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয়। এ সময় তারা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ১০-১২ জন আহত হয়েছেন। শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেছেন।’

তিনি বলেন, ‘জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছিল। আমরা জাতীয়করণের তালিকা থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ চাই।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘রাস্তা অবরোধ করে অবস্থান নেওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’