তিন ফিলিং স্টেশনের ৮টি ডিসপেন্সিং ইউনিট জব্দ
অবৈধভাবে তেল বিক্রির বিরুদ্ধে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জোড়ালো অভিযান শুরু করেছে। আজ সোমবার মানিকগঞ্জে ভেজাল জ্বালানি তেল এবং অবৈধ ডিস্পেন্সিং মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপিসি।
আজ বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল জ্বালানি তেল এবং অবৈধ ডিস্পেন্সিং মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার, সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই অভিযানে মনিকগঞ্জ জেলার সদর উপজেলার বাঘিয়া বাজার, মালাকার মোড়, এবং চেয়ারঘোনা বাজার এলাকায় তিনটি অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সর্বমোট আটটি অবৈধ ডিস্পেন্সিং মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, ভেজাল জ্বালানি তেলের বিস্তার রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি কর্তৃক পরিচালিত এ ধরনের মোবাইল কোর্ট চলমান থাকবে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যেসব জায়গায় অভিযান চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাঘিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম ট্রেডার্স অ্যান্ড ফিলিং স্টেশন, মানিকগঞ্চ সদরের বালিরটেক রোড এলাকায় তিনটি ডিসপেন্সিং ইউনিট জব্দ, মালাকার মোড় এলাকার থ্রি স্টার ফিলিং স্টেশন এলাকায় তিনটি ডিসপেন্সিং ইউনিট জব্দ, চেয়ারঘোনা বাজার বেড়িবাঁধ এলাকায় জহুরা এন্টারপ্রাইজের দুটি ডিসপেন্সিং ইউনিট জব্দ।
অভিযানে উপস্থিত ছিলেন বিপিসির উপব্যবস্থাপক মো. আশিক শাহরিয়ার, সহকারী ব্যবস্থাপক সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন, পরির্দশক মো. শাহরিয়ার হোসেন, সহকারী বিস্ফোরক পরির্দশক রিফাত ই আশরাফ।