একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের পাঁচজনই মারা গেছে

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
শেয়ার :
একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের পাঁচজনই মারা গেছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। গতকাল রবিবার সকালে ঢাকা হাসপাতালে জন্ম নেওয়ার পর থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত এ হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতদের ফুফু লিপি বেগম। তিনি বলেন, চিকিৎসাধীন থাকা নবজাতকের অবস্থাও ভালো নেই।

গতকাল সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।

কাল চিকিৎসকরা জানিয়েছিলেন, অপরিপক্কভাবে ২৭ সপ্তাহে নরমালভাবে নবজাতকগুলোর জন্ম হওয়ায় তাদের ওজন একেবারে কম ছিল। ফলে তাদের সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। জন্মের পর তাদেরকে নবজাতক বিভাগের আইসিইউতে রাখা হয়।

ঢামেক হাসপাতালে তিনজন ও বাইরের একটি হাসপাতালে তিনজনকে রাখা হয়। প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচ জন মারা যায়।