জমকালো আয়োজনে ডিভোর্স

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
শেয়ার :
জমকালো আয়োজনে ডিভোর্স

আজকাল বিয়ে মানেই যেন শুরু হয় তাড়াতাড়ি, শেষও হয় তাড়াতাড়ি! কিন্তু নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘সহযাত্রী’ বলছে ভিন্ন কথা। সম্পর্ক টিকিয়ে রাখাই আসল, বিচ্ছেদ নয়- এমন বার্তাই দিয়েছে নাটকটি।

গল্পে দেখা যাবে, নিজেদের পছন্দে জয় ও অবনী (ফারহান আহমেদ জোভান ও নাজনীন নিহা) বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই ছোটখাটো বিষয়ে শুরু হয় দূরত্ব। একপর্যায়ে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। তবে মামার ঘোষণায় আসে ভিন্ন রকম বাঁক- বিয়েতে কাউকে দাওয়াত না দেওয়ায় এবার ডিভোর্স হবে জমকালো আয়োজনে। আর সেখান থেকেই পাল্টে যায় গল্প।

গত সপ্তাহে চ্যানেল আইতে প্রচারের পর শনিবার দুপুরে সিনেমাওয়ালার ইউটিউবে উন্মুক্ত হয় নাটকটি। মাত্র দুদিনে নাটকটি দেখেছেন দুই মিলিয়নের বেশি দর্শক। নাটকের মূল গল্প রাজের, লিখেছেন জোবায়েদ আহসান। এতে আরও অভিনয় করেছেন এজাজুল ইসলাম, সুষমা সরকার, তানজিম অনিক, জেবিন, তাবাসুম ছোঁয়াসহ অনেকে।

ইউটিউবে প্রায় পাঁচ হাজার দর্শক মন্তব্য করেছেন নাটকটি নিয়ে। একজন লিখেছেন, ‘ডিভোর্স কোনো সমাধান নয়। বোঝাপড়া আর ধৈর্যই সম্পর্ক বাঁচায়।’

অন্য এক দর্শকের ভাষ্য, ‘সহযাত্রী দেখে মনে হলো, সম্পর্ক ভাঙা নয়, বাঁচানোই আসল।’

কেউ কেউ লিখেছেন, যারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন, তাদের অবশ্যই এই নাটক দেখা উচিত।