নাশকতার মামলায় ফখরুল-আব্বাসসহ ‎২৯ জনকে অব্যাহতি

আদালত প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪
শেয়ার :
নাশকতার মামলায় ফখরুল-আব্বাসসহ ‎২৯ জনকে অব্যাহতি

‎‎রমনা থানার নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

‎আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই অব্যাহতির আদেশ দিয়েছেন। 

‎ ‎আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘আমরা আসামি পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের অব্যাহতি দিয়েছেন।’ 

‎‎‎অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ। 

‎‎‎মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশ বিএনপির নেতাকর্মীকেই গ্রেপ্তার করে।

এ ঘটনায় রমনা থানা পুলিশের এসআই মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।