‘রানীরা কাউকে অনুসরণ করে না’

বিনোদন প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮
শেয়ার :
‘রানীরা কাউকে অনুসরণ করে না’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পেয়েছে ‘ঢালিউড কুইন’ খ্যাতিও। অভিনয়ে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই তারকা। ভক্ত-অনুরাগীদের জানান, নিজের সবশেষ কাজের খোঁজ-খবর।

সম্প্রতি এক রিল ভিডিওতে ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। কানে দুল, খোপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকে তাকে দেখে ভক্তরা অভিভূত হয়েছেন।

ক্যাপশনে অপু লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’

নায়িকার এমন কথার মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রশংসা করে যাচ্ছেন। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’