মিমি চক্রবর্তীকে ইডির তলব

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১
শেয়ার :
মিমি চক্রবর্তীকে ইডির তলব

মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজ সোমবার তাকে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

মিমিকে একটি অনলাইন বেটিং অ্যাপ মামলার সূত্রে ডাকা হয়েছে। 

গত লোকসভায় তৃণমূলের সংসদ সদস্য ছিলেন মিমি। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি আর লড়তে চাননি। দলও তাকে জোরাজুরি করেনি। তারপর থেকে পুরোদস্তুর অভিনয়ের জগতেই ফিরে গেছেন তিনি। 

তৃণমূল নেতা ও সাবেক সাংসদ কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ ২ ছবির প্রোমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।’