রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
দক্ষিণ-পশ্চিম রাশিয়ার কিরিশিতেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। এর ফলে ওই শোধনাগারে একটি বিমান ভেঙে পরে এবং আগুন লাগে। গতকাল রবিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
তেল শোধনাগারটি লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত। স্থানীয় গভর্নর অ্যালেক্সান্ডার ড্রোজডেঙ্কো জানান, ঘটনায় কেউ আহত হননি। আগুন নেভানো হয়েছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে ইউক্রেন। শোধনাগারটি সেন্ট পিটারসবার্গ থেকে ১১০ কিলোমিটার এবং ইউক্রেন থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত। তবে ইউরোপে অবস্থিতি ইউক্রেনের অন্যান্য মিত্র দেশগুলিকেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। ট্রাম্প এর আগেও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
অন্যদিকে, পোল্যান্ডের পর রোমানিয়ার আকাশসীমাও লঙ্ঘন করেছে রাশিয়ার ড্রোন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতিতে জানান, তাদের এফ-১৬ জেট একটি ড্রোন চিহ্নিত করে। এই ঘটনার কড়া সমালোচনা করেছে রোমানিয়া।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস