আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযানে র্যাব
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল-বিরোধী মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, সকাল থেকে চলমান দালাল বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৭-১০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
খান আসিফ তপু আরও জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র পাসপোর্ট অফিস ও পার্শ্ববর্তী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে সাধারণ প্রার্থীদের নানা কৌশলে প্রতারণা করে আসছিল। তারা ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি বা ভুল দেখানোসহ দ্রুত ভেরিফিকেশন ছাড়াই ৫-৬ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখাত। এতে প্রার্থীরা না চাইলে তাদের নানাভাবে হয়রানি করতো।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার এবং মাইকিং করার পরও চক্রটির কার্যক্রম বন্ধ না হওয়ায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতে দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব-২ জানিয়েছে, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।