নেপালে নতুন মন্ত্রী হলেন কারা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১
শেয়ার :
নেপালে নতুন মন্ত্রী হলেন কারা

নেপালে অন্তর্বর্তী সরকারে নতুন তিনজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। গতকাল রবিবার তাদের নাম ঘোষণা করা হয়। আজ সোমবার নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন বলে জানা গেছে।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাবেক অর্থসচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঘিসিংকে অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—পদ্ম কাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন। সোমবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন সহকারী।