ববিতার আফসোস

বিনোদন প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪
শেয়ার :
ববিতার আফসোস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতা। তার অভিনীত সবশেষ সিনেমা ‘পুত্র এখন পয়সাওয়ালা’, যা মুক্তি পায় ২০১৫ সালে। এরপর থেকে তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। তবে অনেক নির্মাতাই নায়িকার সঙ্গে যোগাযোগ করেছেন, দিয়েছেন নতুন কাজের প্রস্তাবও। কিন্তু গল্প পছন্দ না হওয়ায়, ববিতাকে পাওয়া যায়নি কোনো সিনেমায়।

বলা দরকার, ববিতা এখন একমাত্র ছেলে অনিকের সাথে কানাডায় সময় কাটাচ্ছেন। ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন স্থানে।

ববিতা বলেন, ‘সত্যি বলতে কী বিগত দশ বছরে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন। কিন্তু কারও গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাব। কিন্তু এটাও সত্যি আমার এখনো চলচ্চিত্রে অভিনয় করার আগ্রহ আছে। আগ্রহ আছে এ কারণেই যে আমিতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষদিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বিগত দশ বছরে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ এল না আমার। এখনো আমি প্রতীক্ষায় আছি হয়তো একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে। পাশের দেশে যদি তাকাই, এখনো তাদের দেশের জীবন্ত কিংবদন্তি অভিনয় শিল্পীদের কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়। গল্পের কারণেই কিংবদন্তি শিল্পী সিনেমার প্রাণ হয়ে উঠেন। আর যারা তরুণ শিল্পী থাকেন তারা সেই শিল্পীর পাশে অভিনয় করে সিনেমাটিকে আরও অলংকৃত করে তোলেন। তারা প্রবল আগ্রহ নিয়ে কিংবদন্তির সঙ্গে অভিনয় করেন। আমরা তা পর্দায় প্রাণভরে উপভোগ করি। কিন্তু আমাদের দেশে এখনো এই ধরনের সিনেমা নির্মাণে সাহস পাননা নির্মাতারা।’

গুণী শিল্পীদের প্রসঙ্গ টেনে ববিতা বলেন, ‘একজন শ্রদ্ধেয় আলমগীর ভাই, সোহেল রানা ভাইসহ আরও অনেকেই বেঁচে আছেন। তাদের নিয়ে এখনো ভালো ভালো গল্পের সিনেমা হতে পারে। অথচ তাদের অনেকেই আমার মতো বহু বছর যাবৎ সিনেমার সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা আমাদের অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগাতে পারছি না। তাই আমার এই সময়ে এসে একটু আফসোসই হয় যে আমি জীবনের শেষপ্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প পেলাম না, যাতে আমি মন-প্রাণ দিয়ে নিজেকে পূর্ণ নিবেদিত করে অনেক কষ্ট করে অভিনয় করতে পারি। হয়তো সেই সময় আসবে, জানিনা তা কবে।’