হঠাৎ কেন কলকাতায় মোদি
দুদিনের সফরে কলকাতায় গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার রাত ১০টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।আজ সোমবার থেকে পরশু বুধবার পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন।
মোদি পৌঁছানোর পর বিমানবন্দর চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বিমান থেকে নেমেই তিনি নিজের গাড়িতে ওঠেন তিনি। তিন দিনের এই সফরে কলকাতা ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে মোদির সঙ্গে থাকবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজ নাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়াও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞমহল। গত এক মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে গত ২২ আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর পাঁচটি রাজ্যজুড়ে চলছে। এর মধ্যে রয়েছে মিজোরাম, মনিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার। তবে রাজনৈতিক মহলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন। সেজন্যই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোন গোপন বৈঠক করতে পারেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস