প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিমান কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিমান কর্তৃপক্ষের

দৈনিক আমাদের সময়ে গত ১০ সেপ্টেম্বর ‘বিমানের ভরাডুবির নেপথ্যে সাবেক মহাব্যবস্থাপক মিজানুর’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের লিখিত প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিবাদে বলা হয়- মিজানুর রশীদ সাবেক মহাব্যবস্থাপক নন, তিনি বর্তমানেও মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা মিজানুরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত। বিমানের স্বার্থবিরোধী কিছু কুচক্রী মহল তার কর্মদক্ষতা ও সুনাম নষ্ট করার অপচেষ্টায় কর্তৃপক্ষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। কিন্তু তার সব নথিপত্র যাচাই করে এর কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় বিমান কর্তৃপক্ষ তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করে।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে। তাই এখানে মিথ্যা বা বানোয়াট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবাদ লিপিতেও তদন্ত প্রতিবেদনের বিষয়টি স্বীকার করা হয়েছে।