৫০০ কোটির ক্লাবে রজনীকান্ত

বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৭
শেয়ার :
৫০০ কোটির ক্লাবে রজনীকান্ত

রজনীকান্ত মানেই ঝড়, রজনীকান্ত মানেই রেকর্ড। বুড়ে হাঁড়ের ভেল্কি দেখিয়েই যাচ্ছে দক্ষিণী এই সুপারস্টার। সবশেষ তার সিনেমা কুলিও ঝড় তুলেছে বক্স অফিসে। এখন পর্যন্ত সিনেমাটি প্রায় ৫০০ কোটি রুপি আয় নিশ্চিত করেছে। 

১৪ আগস্ট মুক্তি পেয়েছে তারকাবহুল সিনেমাটি। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলে প্রেক্ষাগৃহে। বড় সংগ্রহের পথেই হাঁটছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ছবিটির অভ্যন্তরীণ আয় ৩২০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।  বিদেশ থেকেও ছবিটি ভালো পারফরমেন্স করেছে। মিলেছে দুই লাখ ডলারের মতো বুকিং মানি।  

এখনও অনেক শো হাউজফুল যাচ্ছে চলচ্চিত্রটির। চতুর্থ সপ্তাহে কিছুটা ধীরগতি হলেও খুব একটা প্রভাব পড়েনি। তামিল ছবিগুলোর মধ্যে সময়ের সাথে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে যোগ দেয়া ছবিগুলোর একটি।

তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন তারকাবহুল হওয়ার কারণে ছবির বাজেট ও অভিনেতা‑শিল্পীদের পারিশ্রমিক অনেক বেশি। তাই এর মুনাফা খুব বেশি হয়তো নয়। তবে ৫০০ কোটি রুপি আয়ের বিষয়টি ইতিবাচক রজনীকান্ত ছাড়াও ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা ও শ্রুতি হাসানের মতো তারকারা।