সুন্দরবনে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫
শেয়ার :
সুন্দরবনে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

সুন্দরবনের ডিমের চরে নদীতে ভেসে নিখোঁজ হওয়া কিশোর মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর আজ রবিবার বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার ডিমের চরের দক্ষিণ পাশের নদীতে জেলেদের জালে ভেসে ওঠা মরদেহ দেখতে পেয়ে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা তা উদ্ধার করেন।

জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কচিখালী ডিমের চরে সাঁতার কাটতে নেমে ঘূর্ণিস্রোতে ভেসে যায় আব্দুল্লাহ। এরপর থেকেই কোস্ট গার্ডের ডুবুরি দল ও বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধারে তল্লাশি চালিয়ে আসছিলেন।

নিহত মাহিত আব্দুল্লাহ ঢাকার মীরপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহামুদ আসাদের ছেলে। তারা মহাম্মদপুর শেখেরটেকের বাসিন্দা। 

ডা. সুলতান মাহামুদ তার স্ত্রী, চার ছেলে এবং মোট ৭৫ জনের একটি পর্যটক দল নিয়ে এমভি দ্য এক্সপ্লোরার জাহাজে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী, ডিমের চরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার কথা থাকলেও আকস্মিক এই দুর্ঘটনায় ভ্রমণ কার্যক্রম স্থগিত করা হয়।

পর্যটক দলের সদস্য মো. আল আমীন জানান, দুর্ঘটনার তারা সবাই শোকাহত। তারা ভ্রমণ স্থগিত করেছেন। নিখোঁজ আব্দুল্লাহর মা, তিন ভাইকে নিয়ে তারা সবাই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে শুধু আব্দুল্লাহর বাবা, তার এক বন্ধু এবং জাহাজের দুজন স্টাফ রয়েছেন। 

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,‘নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহটি উদ্ধার হয়েছে। মরদেহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধারকারী দলের সদস্যরা কিশোরের মরদেহটি নিয়ে মোংলা সদর দপ্তরে রওনা হয়েছেন। এখানে আনার পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।