‘খুশবু’র আইটেম গানে মাহি

বিনোদন প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
‘খুশবু’র আইটেম গানে মাহি

আইটেম গার্ল চরিত্রটি মূলত আটকে ছিল সিনেপর্দায়। এবার সেটি মেগাসিরিয়ালে নেমে এলো! দীপ্ত টিভিতে আজ থেকে শুরু হওয়া সিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী সামিরা খান মাহিকে। গল্পে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জার ভূমিকায় হাজির হবেন তিনি। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে ‘খুশবু’র গল্প। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় এটি প্রচার হবে। পাশাপাশি দেখা যাবে দীপ্তর ডিজিটাল প্ল্যাটফরমে।

সাজ্জাদ সুমনের পরিচালনায় সিরিয়ালে নাম ভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন, মারিয়া মউ প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।