এবার রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন
ইউক্রেন-পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ড্রোন। গতকাল শনিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দেশটির মন্ত্রণালয় জানায়, শনিবার রাতে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং এটিকে অনুসরণ করার জন্য দুটি এফ-১৬ যুদ্ধবিমান এবং দুটি ইউরোফাইটার পাঠানো হয়।পরে রোমানিয়ার চিলিয়া ভেচ গ্রামের কাছে ড্রোনটি ‘রাডার থেকে অদৃশ্য’ হয়ে যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই ঘটনায় নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর আগে, গত সপ্তাহে পোল্যান্ড তাদের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত করেছিল। এটি ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ন্যাটো মিত্রদের দ্বারা প্রথমবারের মতো গুলি চালানোর ঘটনা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস