ভারত আমাদের বন্ধু নয়, স্বার্থের জন্য মুক্তিযুদ্ধে সাহায্য করেছে: আলতাফ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘ভারত আমাদের বন্ধু নয়। পাকিস্তান তাদের শত্রু, তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সাহায্য করেছিল।’
আজ রবিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত মত বিনিময় সভা বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দুর্দিনে যে সকল নেতাকর্মী ছিলেন জেল জুলমের শিকার হয়েছেন বন্দুকের নলের মুখে যাদের বুক পেতে দিয়েছেন তাদের সামনে কোনো নব্য বিএনপি ও সুদিনের কর্মীরা আসার চেষ্টা করবেন না। ভারত আমাদের বন্ধু না তারা আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করছে তাদের স্বার্থের জন্য, পাকিস্তান তাদের শত্রু তাই পাকিস্তানকে হঠানোর জন্য স্বাধীনতার সময় বাংলাদেশকে সাহায্য করেছিল।
তিনি আরও বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য এ দেশ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে যা কোনো বই পুস্তকে বা পত্রিকায় কেউ লেখার বা বলার কেউ সাহস করে নাই। আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহবান জানাই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার মো. আলতাফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী জেলা বিএনপির নেতা মাকছুদ আহম্মেদ বায়েজিদ পান্না মিয়া,পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের নেতা এড. মহশিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতা ফিরোজ আলম গোলদার, যুবদলের আহ্বায়ক গাজী শামশু, যুবদলের সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জে সাধারণ সম্পাদক মো. আল আমিন প্রিন্সসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা ও বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতারা।