নেপালে বিপ্লবের সময় ভাঙচুরকে অপরাধ বললেন নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০
শেয়ার :
নেপালে বিপ্লবের সময় ভাঙচুরকে অপরাধ বললেন নতুন প্রধানমন্ত্রী

নেপালে ‘জেন জি’দের বিপ্লবের সময় সংঘটিত ভাংচুর ও অগ্নিসংযোগকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। আজ রবিবার তিনি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং সত্য উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত শুক্রবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশিলা কার্কি। দায়িত্ব নিয়ে বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেন এবং সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

কার্কি বলেন, ‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। এই তরুণ প্রজন্মের দাবিগুলো পূরণে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। আমি ইচ্ছা করে এখানে আসিনি; আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি।

অন্তবর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স ও ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের তদন্ত করবে সরকার।