ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
শেয়ার :
ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড

রাশিয়ার নতুন ড্রোন হামলার জেরে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া। গতকাল শনিবার তারা এই যুদ্ধবিমান মোতায়েন করে। 

রোমানিয়া জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করেছে। সেজন্যই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন তারা। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়েছেন যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে তার ড্রোন অভিযান সম্প্রসারণ করছে। পশ্চিমা দেশগুলোর উচিত রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এটি শুধু তখনই হবে, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নেবে এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করবে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার গভীর রাতে দেশটি দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো জাতীয় আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করেছিল এবং এটি রাডার থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রামের কাছে ট্র্যাক করেছিল।

শনিবার, পোল্যান্ড জানিয়েছে যে রাশিয়ান ড্রোনগুলো তাদের সীমান্তের খুব কাছে ইউক্রেনে আঘাত করায় তারা ও তার ন্যাটো মিত্ররা সীমান্তে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে।

ড্রোন হুমকির কারণে পোলিশ সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশসীমায় পোলিশ ও মিত্রদের যুদ্ধবিমান উড়ছে আর স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।