হামাসের হাত থেকে জিম্মিদের ফেরাতে একমাত্র বাধা নেতানিয়াহু
গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- এমন অভিযোগ করেছে জিম্মিদের পরিবারগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জিম্মিদের জন্য গঠিত একটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ থেকে বোঝা যায় যে, প্রতিবার শান্তি চুক্তি আসার পথকে নেতানিয়াহু ধ্বংস করে দেন।’
গত সপ্তাহে, ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার ফলে হামাসের পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
শনিবার নেতানিয়াহু বলেছেন, ‘কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে বন্দিদের মুক্তি এবং যুদ্ধে সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে।
তবে বন্দিদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াকে ‘প্রিয়জনদের বাড়ি ফিরাতে ব্যর্থ হওয়ার সর্বশেষ অজুহাত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বন্দিদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাতারে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযান নিঃসন্দেহে প্রমাণ করেছে যে ৪৮ বন্দি ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার একমাত্র বাধা হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন সময় এসেছে অজুহাত শেষ করার, যা শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ফোরামটি আরও উল্লেখ করেছে, নেতানিয়াহুর স্থবিরতা ইতোমধ্যে ৪২ বন্দির জীবন হারানোর কারণ হয়েছে এবং বাকি বন্দিদের জীবনও ঝুঁকিতে রেখেছে।
তবে দোহায় হামলার বিষয়ে নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ ‘সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত’, কারণ এটি ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারী সিনিয়র হামাস নেতাদের লক্ষ্য করেছিল।