ভাঙ্গায় অবরোধ /
ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজ রবিবার তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি চলছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।
রবিবার সকাল ৬টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেনটি আটকে দেয় তারা। এ সময় যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ করেন একাধিক যাত্রী।
ভাঙ্গা জংশন স্টেশন মাস্টার সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে, রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ভাঙ্গায় পথে আটকে দিয়েছে। এ ছাড়া ঢাকা থেকে খুলনা সুন্দরবন ও রূপসী বাংলা শিবচরে আটকা পড়েছে। এতে করে অনেক যাত্রী স্বেচ্ছায় নেমে বিকল্প পথে চলে গেছে।
জানা গেছে, এদিন ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশালের বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি, গাছ-বাঁশ ফেলে অবরোধ কর্মসূচি পালন করছেন।
আরও জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত) এবারের নির্বাচনী সীমানা পুর্ণবিন্যাসের সময় ভাঙ্গা উপজেলার বড় দুটি ইউনিয়নকে (আলগী ও হামিরদী) ফরিদপুর-২, সংসদীয় আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত) সঙ্গে অন্তর্ভুক্ত করায় ফুঁসে উঠেছে সারা ভাঙ্গা উপজেলাবাসী। তাদের এক দফা এক দাবি নিকটবর্তী ভাঙ্গা ছেড়ে নগরকান্দায় যাবেন না। সেই দাবি আদায়ে দুই ইউনিয়নবাসীর প্রায় সবাই বেরিয়ে এসেছেন রাস্তায়।
নকশিকাঁথা ট্রেন যখন হামিরদী গ্রামে পৌঁছায়, তখন এ অঞ্চলের নারীদের রাস্তায় দাঁড়িয়ে যায়। এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নজর কেড়ে নেন নারীরা। তাদের দাবি, ট্রেন যেতে হলে বুকের ওপর দিয়ে যেতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
এ সময় বিলকিস বেগম নামের এক নারী বলেন, ‘আমাদের স্বামী সন্তানরা ভাত খেয়ে কুলি ফেলেন ভাঙ্গায়, সেই ভাঙ্গাকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আন্দোলনকারীদের যাত্রীদের হয়রানির বিষয়ে বলা হচ্ছে। না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যে নির্দেশনা দেবেন সে মোতাবেক কাজ করা হবে।’