অস্ত্রসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭
শেয়ার :
অস্ত্রসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

নিজ বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তারের একদিন পর স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান সবুজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ‎ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর মহানগর শাখার সদস্যসচিব ছিলেন।

গতকাল ‎শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমান সবুজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থেকে পরিচালিত হয়। যার ফলে কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর সেনাবাহিনীর একটি দল ও ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। ওই সময় তার সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি একটি দোনালা বন্দুক উদ্ধার করা হয়।