আবার তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২
শেয়ার :
আবার তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে নিয়মিতই দেখা যায় এই অভিনেত্রীকে। কাজ করছেন বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও। ইতিমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। এবার আরও একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন তানজিন তিশা।

গতকাল শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। এতে তিশার সঙ্গে আরও চুক্তিবদ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও। এই দুই তারকা প্রতিষ্ঠানটির পণ্যের প্রচার ও বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে অংশ নেবেন। আয়োজিত অনুষ্ঠানে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে শো স্টপার হিসেবে অংশ নেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব।

এদিকে ছোটপর্দা থেকে বড়পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন তানজিন তিশা। তবে বাংলাদেশের কোনো সিনেমাতে নয়, ভারতের টালিউড ইন্ডাস্ট্রির একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিশা। এই সিনেমায় ‘থ্রি ইডিয়টস’খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশির সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন বাংলাদেশের এই অভিনেত্রী। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। রোমান্টিক গল্পের এই সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এমএন রাজ।

বলা দরকার, চলতি মাসেই দার্জিলিংয়ে ‘ভালোবাসার মরসুম’র শুটিং শুরু হবে বলে জানা গেছে। আর এটি মুক্তি পাবে ২০২৬ সালের ভালোবাসা দিবসে।